শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
সাতকানিয়া সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় বনবিভাগের তৎপরতায় জব্দ করা হয়েছে গোপনে লুকিয়ে রাখা অবৈধ কাঠ

পদুয়া রেঞ্জের নেতৃতে জব্দ অবৈধ কাঠ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৯, ০৩:১২ অপরাহ্ন
#
পদুয়া রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ এবং তার সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন বড়দুয়ারার বিট কর্মী ও সাতকানিয়া থানা পুলিশের একটি টীম

চট্টগ্রামের সাতকানিয়ায় বনবিভাগের তৎপরতায় জব্দ করা হয়েছে গোপনে লুকিয়ে রাখা অবৈধ কাঠ।

রবিবার(১৮ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পদুয়া রেঞ্জের আওতাধীন বাজালিয়াস্থ বড় দুয়ারা বিট অফিস সংলগ্ন নূরানী মাদ্রাসা নামক এলাকা থেকে এই অবৈধ কাঠ জব্দ করেন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।

অবৈধ কাঠ জব্দের অভিযানে নেতৃত্ব দেন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ এবং তার সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন বড়দুয়ারার বিট কর্মী ও সাতকানিয়া থানা পুলিশের একটি টীম।

অভিযান শেষে রেন্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বলেন,

অদ্য শনিবার বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ মহোদয়ের নির্দেশনায় পদুয়া রেঞ্জের বিট কর্মকর্তাগণ ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং স্টাফসহ গোপন সংবাদের ভিত্তিতে পদুয়া রেঞ্জাধীন বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের নূরানী মাদ্রাসা নামক এলাকা হতে অবৈধভাবে স্তুপ করে রাখা বিবিধ প্রজাতির গোল কাঠ জব্দ করা হয়৷

গোলকাঠ পরিমাপ করত মামলা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video