শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
সীতাকুণ্ড সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ টি প্রতিষ্ঠান থেকে ৪৯ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ০৭, ১১:৫০ পূর্বাহ্ন
#
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন।

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ টি প্রতিষ্ঠান থেকে ৪৯ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন।

এসময় পৌরসদরের জে এ এন্টারপ্রাইজকে ৫ হাজার, মায়াবি রেস্তোরাঁ ৮ হাজার,ভাই ভাই হোটেল  ৮ হাজার, জাফর ইলেকট্রনিকস ১০ হাজার, সাগর ভাতের হোটেল ১০ হাজার, বেলাল পোল্ট্রি ৮ হাজার ও সিএনজি ড্রাইভার মালেকে ৫শত টাকা জরিমানা করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল ও সীতাকুণ্ড থানার একটি প্রতিনিধি দল।

ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, বর্তমানে যত্রতত্র সিলিন্ডার বিক্রি, ফায়ার লাইসেন্স না থাকা এছাড়া অগ্নিনির্বাপণ যন্ত্র ও গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হলে বিস্ফোরক লাইসেন্সের প্রয়োজন হয়। এসব না থাকায় ৭ টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন বলেন, বাজার নিয়ন্ত্রণে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video