চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রেমাল ঘূর্ণিঝড়ে বাতাড আর বৃষ্টি না থামাতেই এমনিতে জনজীবন বিপর্যস্ত, তার মধ্যে বন্য প্রাণী হাতির আক্রমণে ভেঙ্গে গেল এক দিয়ে দিনমজুর লোকের সেমিপাকা ঘর।
২৮শে মে(মঙ্গলবার) গভীররাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম কাঞ্চনা নিসার বাপের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়,স্থানীয় দিনমজুর মৃত আহমদ মিয়ার ছেলে নজির আহমদ পাশ্ববর্তী পাহাড়ে কামলা দিয়ে দিনপাতি করেন।
সারাদিন কাজ শেষে ঘুমিয়ে পড়লে হঠাৎ শুয়ার কক্ষের পাকা দেয়াল ভূমিকম্প বিহীন ধসে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়।
তখন হাতির আক্রমণ থেকে মাত্র ২ফুট দূরত্বে দাড়িয়ে তাকালে দেখা যায় ধসে যাওয়া দেয়ালের পাশেই মস্তবড় একটি হাতি।
তখন পরিবার পরিজন নিয়ে দ্রত স্থান ত্যাগ করে লোকজনকে মোবাইল ফোনে ডেকে জড়ো করে হৈ হুল্লোড় হলে হাতি চলে যায়।
হাতি চলে যাওয়ার সময় নজির আহমদের উঠোনে থাকা ধানের গোলাও উপড়েঁ ফেলে পার্শবর্তী আরেকজনের ১লক্ষ টাকা মূল্যের আখ ক্ষেত নষ্ট করে ফেলে।
এদিকে ক্ষতিগ্রস্ত নজির আহমদ কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার তো সব শেষ এখন আমি এই দূর্যোগে বাইরে থাকা ছাড়া উপায় নেই,আমাকে আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেন।
ঘটনার বিষয়ে ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, ঘটনাটি শুনেছি আমি বনবিভাগকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।
ক্ষতিগ্রস্তরা আবেদন করুক আমরা দ্রুত কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করব।
এদিকে ক্ষুদ্ধ এক কৃষক বলেন,আমার মনে হয় আমাদের বাড়ি ভিটিটা হাতির নামে আর এস আর বিএস রেকর্ড তাদের পৈতৃক সহায়-সম্পত্তি থেকে আমাদের উচ্ছেদ করা হচ্ছে।
আমরা পাহাড় থেকে অনেক দূরে লোকালয়ে বসবাস করার পরও শান্তি পাচ্ছিনা।
মন্তব্য করুন