বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৪ আশ্বিন ১৪৩১
#
আদালত আদালত

দুদকের ‘চামড়া ছিঁড়ে’ ফেলতে চাইলেন এমপি, যা বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ ফেব্রুয়ারী ২৩, ১২:২৬ অপরাহ্ন
#

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চামড়া ছিঁড়ে ফেলার হুমকি দিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি যে বক্তব্য দিয়েছেন তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে নজরে আনলে এ মন্তব্য করেন আদালত।

হাইকোর্ট বলেন, আমরা সকলেই অসহিষ্ণু হয়ে পড়ছি। সবাইকে ধৈর্য্য ধরতে বলেন উচ্চ আদালত। বলেন, আমাদের যে ধরনের সভ্য হওয়া দরকার তা হতে পারিনি।

এসময় আদালতকে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, আপনারা তার কাছে ব্যাখ্যা চান।
তবে হাইকোর্ট বলেন, যেহেতু মামলা হয়েছে এটা নিয়ে দুদকই কাজ করুক।

সাম্প্রতিক সময়ে মাইজভান্ডারির দুই ছেলের বিরুদ্ধে মামলা করে দুদক। তা নিয়ে দুদকের চামড়া ছিঁড়ে ফেলতে চান তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video