বুধবার, ২০২৫ এপ্রিল ৩০, ১৭ বৈশাখ ১৪৩২
#
আন্তর্জাতিক আন্তর্জাতিক

ইরানে হিজাবরিবোধী বিক্ষোভে নিহত বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২২ সেপ্টেম্বর ২৩, ০৬:৫২ অপরাহ্ন
#

পুলিশ হেফাজতে তরুণী মৃত্যুর প্রতিবাদে ইরানে হিজাবরিবোধী বিক্ষোভ-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। তবে সরকারি হিসাবে এই সংখ্যা ১৭ জন। এরই মধ্যে বিক্ষোভ ছড়িয়েছে অন্তত ৮০ শহরে। সরকার বিরোধী বিক্ষোভ দমাতে ইন্টারনেট সংযোগ আংশিক বিচ্ছিন্ন করেছে সরকার।

ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভে সপ্তম দিনেও উত্তাল ছিল ইরান। অনেক সরকারি ভবন এবং পুলিশ স্টেশনে আগুন লাগানোর খবর জানিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বিক্ষোভ দমনে সাধারণ মানুষের পাশাপাশি অধিকারকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানা গেছে।

ইরান সরকার ইন্টারনেট সংযোগ আংশিক বিচ্ছিন্ন করায় বন্ধ রয়েছে ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ।

ইরানি নারীদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও সহিংসতার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পরই ইরানের সব জাতিগোষ্ঠী ও ধর্মের নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করা হয়।

শুরুর ‍দিকে এই বিক্ষোভ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ।

গত ১৫ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনিকে আটক করে দেশটির নৈতিকতা পুলিশ। ঠিকমতো হিজাব না পরায় মাহসাকে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মৃত্যুর পর থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অনেকেই হিজাব না পড়ে অংশ নেন।

প্রতিবাদ বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনীর সহিংস প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে সংস্থাটি বলছে, তার মর্মান্তিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ এবং পরবর্তী সময়ে কী ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে তার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হতে হবে। মাহসার পরিবার যে অভিযোগ এনেছে সেটাও গুরুত্বসহকারে দেখতে হবে।

এর আগে ২০১৭ সালে কয়েক ডজন নারী জনসম্মুখে হিজাব খুলে প্রতিবাদ জানান। তখন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে। এবারের আন্দোলনে অনলাইন ও সরাসরি দুই ধরনের অংশগ্রহণই চোখে পড়ার মতো। তাই রাস্তায় বিক্ষোভ মোকাবিলায় পুলিশ মোতায়েনের পাশাপাশি অনলাইনেও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বন্ধ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video