বৃহস্পতিবার, ২০২৫ মে ০১, ১৮ বৈশাখ ১৪৩২
#
আন্তর্জাতিক আন্তর্জাতিক

ক্যানসার ঠেকাতে জোড়া স্তন প্রতিস্থাপন করে নজির চিকিৎসকদের!

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ জুলাই ০৩, ০১:০৯ অপরাহ্ন
#
ছবি: সংগৃহীত

মৃত্যুর হাত থেকে রোগীকে রক্ষা করতে এত দিন চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে ক্যানসারে আক্রান্ত স্তন অপসারণ করতেন। এতে ক্যানসারে আক্রান্ত নারী বেঁচে গেলেও তার অঙ্গচ্ছেদ হয়। যার কারণে নতুন চিকিৎসা পদ্ধতির দিকে অগ্রসর হয়েছেন অনেক গবেষক। এবার সেই গবেষণায় সফলতাও পেয়েছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং জি নিউজ এই বিষয়টি নিশ্চিত করেছে।

নারী কিংবা পুরুষ উভয়ই আক্রান্ত হতে পারেন ব্রেস্ট বা স্তন ক্যানসারে। তবে পুরুষের তুলনায় নারীরা এ রোগটিতে আক্রান্ত হলে চিকিৎসা না নিয়ে অনেকটাই এড়িয়ে যেতে চান লজ্জা আর সংকোচের কারণে, যা ফলস্বরূপ রোগটি শরীরে বিস্তার লাভের সুযোগ পায়। এই সমস্যা সমাধানে ইতিমধ্যে ব্রেস্ট ক্যানসার নির্ণয়ে অস্বস্তিকর পরীক্ষা ‘ক্লিনিকাল ব্রেস্ট এগ্‌জামিনেশন’ অথবা ম্যামোগ্রাফির পরিবর্তে আবিষ্কার করা হয়েছে ইজি চেক ব্রেস্ট নির্ণয়। একটি রক্ত পরীক্ষার মাধ্যমে সহজেই এখন ব্রেস্ট বা স্তন ক্যানসার নির্ণয় করা সম্ভব।

আরও পড়ুন: রক্ত পরীক্ষায় ধরা পড়বে ব্রেস্ট ক্যানসার!

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ব্রেস্ট ক্যানসারের আরেকটি সমস্যা সমাধানে সাফল্য পেয়েছে চিকিৎসকরা। সমস্যাটি হলো স্তন ক্যানসারের চিকিৎসায় অস্ত্রোপচারে মাধ্যমে ক্যানসার অপসারণের জন্য আক্রান্ত স্তন অপসারণ করা। এতে নারীর অঙ্গচ্ছেদ হওয়ার পাশাপাশি শারীরিক সৌন্দর্যও নষ্ট হয়। তবে এমনটা আর হবে না বলে আশা করছেন ভারতের এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা।

তারা বলছেন, বিদেশি উন্নত চিকিৎসা এবার এশিয়াতেও ধরা দেবে। সম্প্রতি তারা ৩৭ বছর বয়সী এক নারীর শরীর থেকে ক্যানসারের বীজ অপসারণ করতে অস্ত্রোপচার করে। ওই নারীর ক্যানসারে আক্রান্ত স্তন কেটে অপসারণ করে আবার পুনরায় প্রতিস্থাপন করতে সক্ষম হন তারা। 

এই জটিল অস্ত্রোপচার ভারতে প্রথম হওয়ায় এসএসকেএম হাসপাতালের  চিকিৎসকদের সহযোগিতা করার জন্য ইংল্যান্ড থেকে এসেছিলেন স্তন ক্যানসার সার্জেন ডা. সুমোহন চট্টোপাধ্যায় এবং ডা. অমিত আগরওয়াল।

বিশেষজ্ঞরা বলছেন, যাদের শরীরে ব্রাকা ১ এবং ২ জিন পজিটিভ তাদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ ধরনের জিনের অস্তিত্বের কারণে  স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পাশাপাশি রোগী সারভাইক্যাল বা ওভারিয়ান ক্যানসারেও আক্রান্ত হন। তাই দ্রুতই ক্যানসারে আক্রান্ত স্তন অপসারণের পদক্ষেপ নিয়ে থাকেন চিকিৎসকরা।

তবে নতুন এ প্রযুক্তির মাধ্যমে আক্রান্ত স্তনকে কেটে ফেলে আবার প্রতিস্থাপন করার সুযোগ রয়েছে। এই বিশেষ পদ্ধতিতে একটি ম্যাট্রিক্স দিয়ে কৃত্রিম স্তনকে ঢেকে রাখা হয়। তাই অস্ত্রোপচারের পর রোগীর স্তন অপসারণের যন্ত্রণা এখন আর থাকবে না বলেও মনে করছেন গবেষকরা। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video