রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৬ আশ্বিন ১৪৩১
#
আন্তর্জাতিক আন্তর্জাতিক

গাজায় কবরস্থান ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ জানুয়ারী ২৩, ০৪:৪০ অপরাহ্ন
#

আন্তর্জাতিক ডেক্স : যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় কমপক্ষে ১৬টি কবরস্থান ধ্বংস করেছে। সিএনএনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু।
মার্কিন সংবাদমাধ্যমটি সপ্তাহান্তে স্যাটেলাইট চিত্র এবং সোশ্যাল মিডিয়া ফুটেজের ব্যবহার করে এই পরিসংখ্যান জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অভিযানের সময় এইসব কবরস্থান ধ্বংস করে। কিছু ক্ষেত্রে কবরস্থান থেকে লাশ তুলে নিয়ে গেছে তারা।   কবরস্থান মত জায়গা ধ্বংস করা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ। স্যাটেলাইট চিত্র থেকে সিএনএন এও নিশ্চিত হয়েছে এইসব কবরস্থানের কোনো কোনোটিকে সামরিক পোস্ট হিসেবে ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র কিছু কিছু কবর খোঁড়ার কথা সিএনএনের কাছে স্বীকারও করেছে। তারা বলছে ইসরায়েলি বন্দিদের খোঁজে তারা এই কবর গুলো খোঁড়েছিল। তিনি দাবি করেন এই কবরস্থানগুলো হামাস সামারিক কাজে ব্যবহার করে আসছিল যার কারণে ওখানে হামলা চালায় তার বাহিনী।
গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আক্রমণ চালিয়ে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলিকে হত্যা করে যাদের বেশিরভাগই বেসামরিক। তাছাড়া এই সময় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এ সব জিম্মিদের একটি অংশ সমজোতার মাধ্যমের মুক্তি পেলেও এখনও শতাধিক জিম্মির খোঁজ পাচ্ছে না ইসরায়েলি সেনারা। কিছু জিম্মি আবার ইসরায়েলি হামলাতেই নিহত হন। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video