শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
আন্তর্জাতিক আন্তর্জাতিক

গুগলকে হাজার কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মে ১৩, ০৮:২৫ অপরাহ্ন
#
নিজেদের দেশের কোম্পানির একটি অ্যাপ ব্লক করায় গুগলকে ১০২ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালির এন্টি-ট্রাস্ট অথরিটি। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৪৫ কোটি টাকা বৃহস্পতিবার (১৩ মে) এক বিবৃতিতে ইতালির নিয়ন্ত্রক সংস্থা বলেন, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের জন তৈরি এনেল এক্সের জুসপাস অ্যাপ গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগল প্লে স্টোরে ব্লক করেছে। এই অ্যাপ দিয়ে গাড়ির মালিকেরা নিজের লোকেশনের কাছাকাছি চার্জিং স্টেশন খুঁজে নিতে পারেন। তারা আরও জানায়, অ্যান্ড্রয়েড অটোতে দুই বছর ধরে জুসপ্যাককে অনুমতি দেয়নি গুগল। এর ফলে ব্যবহারকারীদের একটি ভিত্তি তৈরি করতে এনেল এক্স ব্যর্থ হতে পারে। নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, গুগলের এই ‘প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ ইলেকট্রিক যানবাহনের প্রসারণে নেতিবাচক প্রভাব তৈরির পাশাপাশি এর বিকাশকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে।’ যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রযুক্তি কোম্পানিটিকে ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে অ্যাপটি উন্মুক্ত করতে নির্দেশ দিয়েছে ইতালি সরকার। তবে ইতালির এ ঘটনায় গুগলের এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video