রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
আন্তর্জাতিক আন্তর্জাতিক

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত ছাড়াল ৪৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৮, ১২:৩৫ অপরাহ্ন
#
তুরস্কের কাহারমানমারাস শহরে এক্সক্যাভেটর দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ। ছবি: রয়টার্স

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা এখনো বাড়ছে। ২৭৮ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই দেশ মিলে শনিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিলেও এখনও দু-একজন করে উদ্ধার হচ্ছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবর, এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৭২ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সোয়লু। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩৯ হাজার ৬৭২ জনই তুরস্কের। বাকি ৫ হাজার ৮০০ জন সিরিয়ার।  

এদিকে, গত ৯ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত তুরস্ক থেকে উত্তর সিরিয়ায় ১৭৮ ট্রাক ত্রাণ সহায়তা পৌঁছেছে। জাতিসংঘের তত্ত্বাবধানে এসব ত্রাণ সহায়তা সিরিয়ার ভূমিকম্প কবলিত এলাকায় পাঠানো হয়েছে। 

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থার মুখপাত্র জেনস লার্কে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বলেছেন, ট্রাকগুলো জাতিসংঘ ছয়টি সংস্থা থেকে বিভিন্ন সহায়তা উপকরণ নিয়ে গেছে। এসবের মধ্যে রয়েছে তাঁবু, বিছানা, কম্বল, শীতের পোশাক, কলেরা টেস্টিং কিট, প্রয়োজনীয় ওষুধ এবং বিশ্ব খাদ্য কর্মসূচির দেয়া খাদ্য।

জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেছেন, সাম্প্রতিক মূল্যায়ন অনুসারে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৫০ হাজার পরিবারের তাঁবু বা জরুরি আশ্রয় প্রয়োজন। অন্তত ৮৮ হাজার পরিবারের বিছানা এবং উষ্ণ কম্বল ও পোশাক প্রয়োজন। এছাড়া, জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে যে, হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলোতে মানুষ ধারণ ক্ষমতা অনেক কম। তাই চিকিৎসা সহায়তাও পাঠানো প্রয়োজন। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video