সোমবার, ২০২৪ নভেম্বর ১১, ২৬ কার্তিক ১৪৩১
#
আন্তর্জাতিক আন্তর্জাতিক

নাভালনির মৃত্যুর জন্য পুতিন ও তার ‘অপরাধী চক্র’ দায়ী: বাইডেন

আন্তর্জাাতিক ডেক্স
প্রকাশিত : রবিবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৮, ০১:২৬ অপরাহ্ন
#

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার কারাগারে আলেক্সি নাভালনির কথিত মৃত্যুর জন্য রাশিয়ার  নেতা ভøাদিমির পুতিনকে সরাসরি দায়ী করেছেন। বাইডেন ক্রেমলিন সমালোচক নাভালনিকে ‘সত্যের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর’ বলে বর্ণনা করেন।
নাভালনির মৃত্যুর খবরে বাইডেন ‘ক্ষুব্ধ’ হয়ে বলেন, নাভালনির সাথে ঠিক কী ঘটেছে তা তিনি এখনও জানেন না, তবে তিনি বলেন,  পুতিন ও তার ‘অপরাধী চক্র’ এর জন্য দায়ী।
হোয়াইট হাউস  থেকে টেলিভিশনে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, কোন ভুল করবেন না, নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী। নাভালনির সাথে যা ঘটেছে তা পুতিনের বর্বরতার আরও একটি প্রমাণ।
শুক্রবার, বাইডেন নাভালনির কৃতিত্বকে স্বাগত জানিয়ে বলেন, এমনকি কারাগারেও তিনি সত্যের পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর। তার সাহস ভুলে যাবার নয়। ঈশ্বর আলেক্সি নাভালনির মঙ্গল করুন।  রুশ কর্মকর্তারা বলেন, পুতিনের আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার লক্ষ্যে একটি নির্বাচনের এক মাস আগে শুক্রবার একটি আর্কটিক কারাগারে নাভালনি মারা গেছেন।

নাভালনির মৃত্যুর স্বচ্ছ তদন্তের দাবি জাতিসংঘ প্রধানের জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস রাশিয়ায় কারাবান্দী অবস্থায় বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।  নাভালনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন।
শুক্রবার গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, কারাবান্দী অবস্থায় রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব হতবাক হয়েছেন।  তিনি নাভালনির মৃত্যুর পূর্ণাঙ্গ, বিশ^াসযোগ্য ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, নাভালনি (৪৭) গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল তাঁকে। শুক্রবার সেখানেই তিনি মারা যান।
স্থানীয় কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, নাভালনি শুক্রবার হাঁটাহাঁটি করার পর অসুস্থ বোধ করেন। জরুরিভাবে সঙ্গে সঙ্গেই চিকিৎসক দলকে ডেকে আনা হয়। কিন্তু তাদের চেষ্টায় কোন লাভ হয়নি।  তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
নাভালনি ২০২১ সাল থেকে কারাগারে বন্দী ছিলেন। গত বছরের শেষ দিকে তাঁকে উত্তর সাইবেরিয়ার ইয়ামালোনেনেটস অঞ্চলের কারা কলোনিতে নেওয়া হয়। এই কারাগারের বন্দীদের ওপর নিষ্ঠুরতার কুখ্যাতি রয়েছে।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video