রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৬ আশ্বিন ১৪৩১
#
আন্তর্জাতিক আন্তর্জাতিক

ফেসবুকে রাজতন্ত্র নিয়ে নেতিবাচক মন্তব্য করায় ৫০ বছরের জেল


প্রকাশিত : শনিবার, ২০২৪ জানুয়ারী ২০, ০৫:৩১ অপরাহ্ন
#

আন্তর্জাতিক ডেক্স : রাজতন্ত্রের অবমাননার দায়ে থাইল্যান্ডের একটি আদালত এক ব্যক্তিকে ৫০ বছরের কারাদ- দিয়েছে। দেশটির কুখ্যাত লেস ম্যাজেস্ট আইনের অধীনে দেওয়া এটি সর্বোচ্চ সাজা। তিন বছর আগে ফেসবুক পোস্টের জন্য ৩০ বছর বয়সী মংকল থিরাকোটের মূলত ২৮ বছরের সাজা হয়েছিল। তবে বৃহস্পতিবার কিন্তু বৃহস্পতিবার এক আপিল আদালত সাজায় অতিরিক্ত ২২ বছর যুক্ত করে।   লেস ম্যাজেস্ট আইনে রাজতন্ত্র সম্পর্কে যেকোনো নেতিবাচক মন্তব্যকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। ব্যাপকভাবে সমালোচিত আইনটি থাইল্যান্ডে বলবৎ রয়েছে।   
বৃহস্পতিবার শুনানিতে বিচারক বলেন, সহযোগিতামূলক আচরণের জন্য তিনি থিরাকোটের সাজা এক তৃতীয়াংশ কমিয়েছেন।   থিরাকোট চিয়াং রাই প্রদেশের বাসিন্দা। তিনি অনলাইনে পোশাক বিক্রি করতেন। কেন তাকে কঠোর এ শাস্তি দেওয়া হলো, সে সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।   বিচারক ফেসবুকে থিরাকোটের একাধিক কমেন্ট তুলে ধরেন। থাই আদালত সাধারণত প্রতিটি পৃথক পোস্টের জন্য দোষী সাব্যস্ত করে থাকে।  

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video