বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৩ আশ্বিন ১৪৩১
#
আন্তর্জাতিক আন্তর্জাতিক

ভিসা ছাড়াই বাংলাদেশিরা ও পাবেন ওমরাহ করার সুযোগ


প্রকাশিত : সোমবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৯, ০৬:৩৯ অপরাহ্ন
#
সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের জন্য সৌদি ভ্রমণের নতুন এই নিয়মের কথা জানান সৌদি রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ভিসা না নিয়ে গিয়েও সৌদি আরবে চারদিন থাকতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা, করতে পারবেন ওমরাহ। এই সুবিধা পেতে সৌদি আরবের যে কোনো এয়ারলাইনসের ট্রানজিটের যাত্রী হিসেবে যেতে হবে দেশটিতে।

সৌদি দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ইবসার উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৌদি আরবে ২৭ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী। যাদের মধ্যে শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী সবধরনের মানুষই রয়েছেন। এ ছাড়া মুসলিম উম্মাহর পবিত্র ভূমিতে প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি যান হজ ও ওমরাহ পালন করতে।

তবে ভিসা জটিলতার কারণে হজ ও ওমরাহ পালনের স্বপ্নপূরণ হয় না অনেকেরই। অভিযোগ রয়েছে, ভিসা প্রদানের ক্ষেত্রে এজেন্টদের অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video