সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা মহামারির কারণে এইবারও সীমিত আয়োজনে চলছে উদযাপন।
সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনার কারণে জাকার্তার ইশতিক-লাল গ্রান্ড মসজিদসহ অনেক জায়গায় ঈদের জামাত বাতিল হয়েছে। সীমিত পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সৌদি আরবের দুই মসজিদ, মসজিদ আল হারাম এবং মসজিদে নববীতে।
আরব আমিরাতের দুবাই, আবুধাবিতে স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন মুসুল্লিরা। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়াও যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতেও আজ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
মন্তব্য করুন