নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ অক্টোবর ২৯, ০১:১৬ অপরাহ্ন
#
ভয় পেয়ে চাপের মুখে দেশের অস্তিত্ব বাঁচাতেই অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল পাকিস্তান। এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানি এক সংসদ সদস্য।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদে এক ভাষণে মুসলিম লিগ নওয়াজ নেতা আয়াজ সাদিক বলেন, অভিনন্দন বর্তমানকে ফেরানো হয়েছে প্রত্যাঘাতের ভয়েই। সেই সময় পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছিলেন, নির্দিষ্ট দিনে রাত ন'টার মধ্যে অভিনন্দনকে মুক্তি না দিলেই ভারত হামলা শুরু করবে, এমনটই দাবি করছেন পিএমএল-এন নেতা আয়াজ সাদিক।
সাদিকের এই মন্তব্যকে উদ্ধৃত করেছে পাকিস্তানের গণমাধ্যম দুনিয়া নিউজ।
দুনিয়া নিউজে সম্প্রচারিত ওই ক্লিপে দেখা যাচ্ছে সাদিক বলছেন, ইমরান খান সেদিন শাহ মহম্মদ কুরেশি এব চিফ অফ আর্মি স্টাফ কামরান জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠকে রাজি ছিলেন না। এই আর্মি চিফ বিশ্রীরকম ঘামছিলেন, তার হাঁটু কাঁপছিল। শাহ মহম্মদ কুরেশি ওই বৈঠকে বলেন, আল্লাহর নামে অভিনন্দনকে ছেড়ে দিতে হবে। নাহলে রাত ন’টার মধ্যে ভারতীয় হামলা নেমে আসবে।
২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারিতে পাক সেনার হাতে আটক হন ভারতের পাইলট অভিনন্দন বর্তমান। দীর্ঘ ৫৮ ঘণ্টা পাকিস্তান তাকে বন্দি রেখেছিল। ভারত বলেছিল কোনও শর্ত ছাড়াই নিরাপদে ফেরাতে হবে অভিনন্দনকে। পাকিস্তানের ইমরান খান অভিনন্দনকে মুক্তি দিয়ে একে শান্তির পদক্ষেপ বলে বর্ণনা করেন।
মন্তব্য করুন