বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৩ আশ্বিন ১৪৩১
#
খেলা খেলা

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

‘পিচ্ছিল মাঠ জার্মানির পারফরম্যান্সে প্রভাব ফেলবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ Jun ২২, ০২:৩৮ অপরাহ্ন
#

ইংল্যান্ড-ডেনমার্ক ম্যাচের পর থেকে ফ্রাঙ্কফুর্টের মাঠ নিয়ে সমালোচনা হচ্ছে ঢের। স্বাগতিক জার্মানির মিডফিল্ডার ক্রিসও বললেন এই মাঠ পিচ্ছিল। তবে মাঠ যেমনই হোক, তাদের পারফরম্যান্সে কোনোপ্রভাব ফেলবে না বলে মনে করেন জার্মানির খেলোয়াড়রা।

এ মাঠেই রোববার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। টানা দুই জয়ে এরই মধ্যে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

স্কটল্যান্ড ও হাঙ্গেরিকে হারিয়ে আসা জার্মানি সুইসদের বিপক্ষে ১ পয়েন্ট পেলে গ্রুপসেরা হবে। তবে তাদেরকে কেবল সুইজারল্যান্ডের বিপক্ষে নয়, ফ্রাঙ্কফুর্টের পিচ্ছিল মাঠে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে জিততে হবে।


এ মাঠেই ইংল্যান্ডের কাইল ওয়াকারকে পিছলে যাওয়ার কারণে ম্যাচের শুরুর দিকে বুট বদলাতে হয়েছিল। জার্মান মিডফিল্ডার ক্রিস অতীত অভিজ্ঞতা টেনে বললেন, এখানে মাঠের অবস্থা ভালো নয়।“এই মাঠে আমি কয়েকবার খেলেছি। এটা ভীষণ পিচ্ছিল। এর ঘাসগুলো দ্রুত নষ্ট হয়ে যায়।”

“তখন এর গ্রিপ কমে যায়, কিন্তু আমি জানি না, এ মাঠে কেন এটা হয়। কিন্তু এটা কয়েকবার হয়েছে, মাঠ খুব একটা শক্ত ছিল না এবং খেলোয়াড়রাও সমস্যার মুখোমুখি হয়েছিল।”

আসছে ম্যাচে জিতলে গ্রুপ সেরা হবে সুইজারল্যান্ড। ড্র করলে গ্রুপ রানার্সআপ হবে তারা। এমনকি হারলেও গ্রুপ রানার্সআপ হতে পারে তারা, যদি অন্য ম্যাচে হাঙ্গেরিকে হারাতে ব্যর্থ হয় স্কটল্যান্ড।জার্মান ফরোয়ার্ড ডেনিজ উন্দাভ অবশ্য মাঠের অবস্থা নিয়ে পড়ে থাকতে চান না।

পরিস্থিতি যেমনই হোক না কেন, তাতে মানিয়ে নিয়ে জিততে হবে-এমন বার্তাই সতীর্থদের দিলেন তিনি।“এখনও ম্যাচের কয়েকটা দিন বাকি আছে এবং ততদিনে মাঠের উন্নতি হতে পারে। কিন্তু সব কন্ডিশনে মানিয়ে নিতে হবে। দিন শেষে, আমরা রোববারের ম্যাচটি জিততে চাই। তো আমরা ঘাসের উপর বা পাথরের উপর খেলি না কেন, জিততে হবে আমাদের।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video