শুক্রবার, ২০২৫ মে ০২, ১৮ বৈশাখ ১৪৩২
#
জাতীয় জাতীয়

অর্থপাচার মামলা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪ ট্রাস্টি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ মে ২২, ০৫:৪৪ অপরাহ্ন
#

আদালতের নির্দেশনার পর রবিবার বিকেলে তাদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন- রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ।

এর আগে, আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন আবেদন করেন তারা। তবে হাইকোর্ট তাদের এ আবেদন সরাসরি খারিজ করে দেয়। সেই সাথে শাহবাগ থানাকে তাদের গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে সোপর্দের নির্দেশ দেয়া হয়। রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালতের পর্যবেক্ষণে বলা হয, দুর্নীতি ও অর্থপাচার খুনের চেয়েও ভয়াবহ। আদালত সবসময় অর্থপাচারের বিষয়ে শক্ত অবস্থানে। এছাড়াও, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এতো বেশি কেন, তাও জানতে চেয়েছে হাইকোর্ট।

এর আগে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video