রবিবার, ২০২৪ নভেম্বর ১০, ২৬ কার্তিক ১৪৩১
#
জাতীয় জাতীয়

ইতিহাসের এ দিনে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ Jun ০৯, ১১:০৫ পূর্বাহ্ন
#
আজ ৯ জুন, ২০২১, বুধবার। ২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ। বাংলা গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৬০তম (অধিবর্ষে ১৬১তম) দিন। বছর শেষ হতে আরও ২০৫ দিন বাকি রয়েছে। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। ঘটনাবলী ৫৩ - রোমান সম্রাট নিরো ক্লডিয়া অক্টাভিয়াকে বিয়ে করেন এই দিনে। ৬৮ - রোমান সম্রাট নিরো আত্মহত্যা করেন। ১৫৩৫ - স্পেনীয় সৈন্যবাহিনী ল্যাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে দখল করে। এর মধ্য দিয়ে দেশটিতে ২৭৬ বছরের স্পেনীয় ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। ১৭৫২ - ভারতের ত্রিচিনোপলিতে ইংরেজদের কাছ ফরাসি সৈন্যরা আত্মসমর্পণ করে। ১৯১৫ - আমেরিকান গিটারিস্ট ‘লিস পল’ জন্মগ্রহণ করেন। তিনি ইলেকট্রিক গিটারের বর্তমান রূপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৩১ - প্রথম ডোনাল্ড ডাক কার্টুন প্রদর্শিত হয়। ১৯৪০ - নরওয়ে জার্মানির কাছে আত্মসমর্পণ করে। ১৯৫৬ - আফগানিস্তানে ভূমিকম্পে ৪০০ জনের মৃত্যু হয়। ১৯৫৭ - ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন পদত্যাগ করেন। ১৯৬০ - চীনে টাইফুন মেরি আঘাত হানে। এক হাজার ৬০০ জনের মৃত্যু হয়। ১৯৬৭ - ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর মিসরের প্রেসিডেন্ট কামাল আবদেল নাসেরের পদত্যাগ। ১৯৭৩ - স্পেনে অ্যাডমিরাল রানেকা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। জন্ম ১৬৪০ - রোমান শাসক লিওপড। ১৬৭২ - রাশিয়ার প্রথম পিটার, ১৬৮২ থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাশিয়া শাসন করেন। (মৃত্যু-১৭২৫) ১৭৮১ - জর্জ স্টিফেনসন, ব্রিটিশ প্রকৌশলী ও লোকোমোটিভ আবিষ্কারক। (মৃত্যু-১৮৪৮) ১৮৩৬ - ইংল্যান্ডের প্রথম নারী মেয়র এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন। ১৮৪৩ - বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি। (মৃত্যু-১৯১৪) ১৮৭৫ - হেনরি ডেল, ইংরেজ ওষুধ বিজ্ঞানী ও শারীর তত্ত্ববিদ। (মৃত্যু-১৯৬৮) ১৯১৫ - লেস পল, মার্কিন জ্যাজ, কান্ট্রি এবং ব্লুজ গিটারবাদক, গীতিকার এবং আবিষ্কারক। (মৃত্যু-২০০৯) ১৯১৬ - রবার্ট ম্যাকনামারা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। (মৃত্যু-২০০৯) ১৯৩১ - নন্দিনী শতপতি, একজন ভারতীয় রাজনীতিবিদ এবং লেখক ছিলেন। (মৃত্যু-২০০৯) ১৯৪৯ - কিরণ বেদি, অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ পরিষেবা কর্মকর্তা এবং সামাজিক কর্মী। ১৯৬৩ - জনি ডেপ, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার। ১৯৭৫ - অ্যান্ড্রু সাইমন্ডস, ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৭৭ - উসমান আফজাল, পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৮১ - ন্যাটালি পোর্টম্যান, ইসরায়েলী-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৮৪ - মাসুদ শোজেই, ইরানি ফুটবলার। ১৯৮৫ - সোনম কাপুর, ভারতীয় অভিনেত্রী। ১৯৮৭ - মুশফিকুর রহিম, বাংলাদেশি ক্রিকেটার। মৃত্যু ১৮৩৪ - উইলিয়াম কেরী, ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক ও বাংলা গদ্যরীতির প্রবর্তক। (জন্ম-১৭৬১) ১৮৭০ - চার্লস ডিকেন্স, ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক। (জন্ম-১৮১২) ১৯০০ - বিরসা মুন্ডা, ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক। (জন্ম-১৮৭৫) ১৯৫৮ - রবার্ট ডোনাট, ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। (জন্ম-১৯০৫) ১৯৮৯ - জর্জ ওয়েলস বিডেল, মার্কিন জিনবিজ্ঞানী। (জন্ম-১৯০৩) ২০১১ - মকবুল ফিদা হুসেন, ভারতের জনপ্রিয় চিত্রশিল্পী। (জন্ম-১৯১৫) ২০১৫ - হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video