শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা চট্টগ্রামের আয়োজিত তিন দিনব্যাপী মেলা সফলভাবেই সম্পন্ন হয়।

উদ্যোক্তা চট্টগ্রামের ফাউন্ডার সোনিয়া আজাদের তিন দিনব্যাপী মেলা সফলভাবে সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৩, ০৫:০৮ অপরাহ্ন
#

দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা চট্টগ্রামের আয়োজিত তিন দিনব্যাপী মেলা সফলভাবেই সম্পন্ন হয়।

গত ১৯ ফেব্রুয়ারী শুরু হওয়া এই মেলা শেষ হয় ২১ ফেব্রুয়ারী।

 চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে আয়োজিত এই মেলায় সারা দেশের বিভিন্ন স্থানের ৭০ জন নারী উদ্যোক্তা তাদের পন্য প্রদর্শন করেছেন । এছাড়াও সমাপনী অনুষ্ঠাণে বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ২০০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয় উদ্যোক্তা চট্টগ্রামের পক্ষ থেকে। একুশের স্মরণে শিশুদের নিয়ে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের ৫০০ শিক্ষার্থী অংশ গ্রহন করেন। তাদের মধ্যে তিন ক্যাটগরীতে ৯ জনকে পুরষ্কৃত করা হয়। উদ্যোক্তা চটগ্রামের নির্বাহী প্রধান সোনিয়া আজাদ বলেন, 'প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা কাজ করি। ঢাকা, টাঙ্গাইল বিক্রমপুর সহ দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে পারষ্পরিক সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই মেলাটি আয়োজন করেছি। সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পারায় আমরা তৃপ্ত।'

এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সিনিয়র সহ সভাপতি দেবাশীষ পাল দেবু, সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত বেলাল, বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং চট্টগ্রামের প্রথম শ্রনীর ফ্যাশন ডিজাইনার রওশনারা চৌধুরীসহ অনেকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video