শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

এক্স ক্যাডেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ডিইপিটিসি কর্তৃক আয়োজিত ২০২২- ২০২৪ কার্যকরী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স
প্রকাশিত : সোমবার, ২০২৪ Jun ১০, ০২:০২ অপরাহ্ন
#

এক্স ক্যাডেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ডিইপিটিসি আয়োজিত ২০২২-২৪ কার্যকরী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলমগীর  হোসাইন,
পরিচালক- সমাজসেবা কার্যালয় -২, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স ক্যাডেট  ওয়েলফেয়ার এসোসিয়েশন ডিইপিটিসি এর সভাপতি ক্যাপ্টেন সিরাজুল করিম সেলিম।

বিশেষ অতিথি  ছিলেন ক্যাপ্টেন মনিরুল ইসলাম, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এক্স ক্যাডেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ডিইপিটিসি।

এক্স ক্যাডেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ডিইপিটিসি সা. সম্পাদক ক্যাপ্টেন সাইদুল ইসলাম সাঈদের সঞ্চালনায়
 উক্ত দ্বি বার্ষিক  সাধারণ সভায় ২০২২-২০২৪  নির্বাচিত  কার্যকরী পরিষদের কার্যক্রম, আয় ও ব্যায়ের হিসাব বিবরণী পেশ করেন সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সাইদুল ইসলাম সাঈদ।
পরীক্ষার সংক্রান্ত বিষয়ের উপর হিসাব বিবরণী পেশ করেন ক্যাপ্টেন খন্দকার মোস্তাক আহমেদ।
গচ্ছিত অর্থের  বিপরীতে ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত  আয় ও ব্যায়ের হিসাব বিবরনী পেশ করেন ক্যাপ্টেন  জহিরুল ইসলাম, সাবেক অর্থ উপদেষ্টা।
উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র  অনুযায়ী ২০২২- ২৪ কার্যকরী পরিষদের মতামতের ভিত্তিতে ৭ জন সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয় এবং সভাপতির মাধ্যমে ঘোষণা করা হয় সাধারণ পরিষদে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাপ্টেন মহসিনুজ্জামান খান।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন  ক্যাপ্টেন রাশেদুর রহমান রাশেদ।
অর্থ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাপ্টেন সাজ্জাদ হোসেন।
 সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাপ্টেন রানা  ইফতেখার, সদস্য ক্যাপ্টেন  খন্দকার মোস্তাক আহমেদ,  চীফ ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন  ও চীফ অফিসার আজহার উদ্দিন। এই সাত সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ   ২০২৪- ২০২৬ অর্থ বছরে নির্বাচন পরিচালনা করবেন।
প্রধান অতিথি মোঃআলমগীর হোসেন তার বক্তব্যে বলেন এরকম স্বচ্ছতা ও জবাবদিতামূলক সংগঠন বর্তমানে  খুঁজে পাওয়া যায় না। এই সংগঠনটি সংগঠনের সদস্য ও সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সামাজিক সেবামূলক  কাজে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। যেখানে ২০২২- ২০২৪ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তর থেকে খুব সামান্য অনুদান পায়  কিন্তু সেখানে তারা নিজেদের অর্থায়নে লক্ষ লক্ষ টাকা সমাজ সেবায় ব্যয় করেছে আন্তরিকভাবে তাদের কাজকে আমি সাধুবাদ জানাই। উপস্থিত  বিশেষ অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথি মহেদয়গণ  গুরুত্বপূর্ণ দিক নির্দেশমূলক বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন মেরিন সেক্টরের সবচেয়ে বড় সংগঠন এক্স ক্যাডেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ডিইপিটিসি। ১৯৭০ সালে বাংলাদেশে প্রথম ও প্রাচীনতম মেরিন শিক্ষাপ্রতিষ্ঠান ডিপিটিসি প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে ইঞ্জিন শাখা যোগ হয়ে ডিইপিটিসিতে রূপান্তরিত হয়। মুক্তিযুদ্ধ পরবর্তী ভেঙে পড়া নৌ সেক্টরের উন্নতি সাধনে এক্স ক্যাডেটগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বাংলাদেশের নৌ সেক্টরের বিভিন্ন শাখায় যেমন অভ্যান্তরীন সেক্টর, কোস্টাল সেক্টর, যাত্রীবাহী জাহাজ, চট্টগ্রাম সমুদ্র বন্দর, মংলা সমুদ্র  বন্দর, পায়রা সমুদ্র বন্দরে এক্স ক্যাডেটগণ তাদের শ্রম ও মেধা দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের ব্লু ইকোনমিক খ্যাত সামুদ্রিক বাণিজ্যিক ফিসিং জাহাজগুলোতে ৪০০ এর অধিক  এক্স ক্যাডেট ক্যাপ্টেন থেকে ক্যাডেট অফিসার পোস্টে তাদের শ্রম বিনিয়োগ করে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। এছাড়াও ১০০ এর অধিক এক্স ক্যাডেট  বিদেশি বানিজ্যিক  জাহাজে ক্যাপ্টেন সহ বিভিন্ন পোস্টে চাকরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের রিজার্ভ কে সমৃদ্ধ করে অবদান রাখছেন। বিভিন্নভাবে সরকারি আইনি জটিলতায় তাদের ভবিষ্যৎ বাধাগ্রস্ত হচ্ছে এগুলোর আসু সমাধান প্রয়োজন বলে সাধারণ সম্পাদক মনে করেন। সবশেষে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে এসে সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট  বিষয়গুলি নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। দ্বিবার্ষিক সাধারণ সভায় সমাপনী বক্তব্য পেশ করেন ক্যাপ্টেন জনাব মনিরুল ইসলাম সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি  এক্স ক্যাডেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ডি ইপিটিসি। বর্তমান সভাপতি অনুপস্থিত থাকায় ২০২৪- ২০২৬ সেশনে নির্বাচনের তারিখ  স্থগিত করেন এবং সাধারণ পরিষদের মাধ্যমে নির্বাচন এর  তারিখ ঘোষণা করা হবে বলে তিনি তার অভিমত ব্যক্ত করেন এবং সভা শেষ করেন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video