শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় বক্তারা,বাঙালি জাতির স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে ১৭ এপ্রিল অবিস্মরণীয় দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ এপ্রিল ১৮, ০৯:৩৬ পূর্বাহ্ন
#

গতকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয় চত্বরে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির স্বাধীনতা- সংগ্রামের ইতিহাসে ১৭ এপ্রিল ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে এদেশে প্রথম সরকার  শপথ গ্রহণ করেন। এই সরকার বিশ্ব জনমত গঠনের পাশাপাশি রাজনৈতিক কূটনৈতিক কর্মকান্ড এবং ভারতে আশ্রয় নেওয়া প্রায় এক কোটি শরণার্থীর পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন। মুজিবনগর সরকারের দক্ষতা বলিষ্ঠ পরিচালনায় মুক্তিযুদ্ধের সফল সমাপ্তি ঘটে। এই সবকিছুই সম্ভব হয়েছে বিপ্লবী মুজিবনগর সরকারের যোগ্য নেতৃত্বের কারণে। স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ আরো বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস আর যেন কেউ বিকৃত করতে না পারে এই জন্য নতুন প্রজন্মকে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।

সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, এডভোকেট জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মির্জা কবির উদ্দিন, কোষাধ্যক্ষ সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আবছার উদ্দিন সেলিম, উপ দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সদস্য মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, শাখাওয়াত হোসেন শিবলী, ডা.আর কে রুবেল, রাশেদুল আরেফিন জিসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন, চৌধুরী তানভীর, মামুনুর রহমান চৌধুরী, এয়াছিন চৌধুরী জনি প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video