শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাশে কোটি টাকার জায়গা জোর পূর্বক দখলে নিতে মরিয়া সন্ত্রাসী গ্রুপ, জড়িতদের বিরুদ্ধে মামলা করায় বাদীকে হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মার্চ ১২, ১০:৪৫ পূর্বাহ্ন
#

চট্টগ্রামের সীতাকুন্ডের ছলিমপুর কালু শাহ নগর এলাকার সিরাজদৌলা নামের এক ব্যক্তি একটি সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর পূর্বক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন নামের এক ব্যক্তির কয়েক কোটি টাকার জায়গা জোর পূর্বক দখলে নিতে মরিয়া। জায়গা দখলের চেষ্টার ঘটনায় সিরাজদৌলা ও তার বাহিনীর বিরুদ্ধে একাধিকবার জায়গার মালিক ও তার পরিবারের সদস্যদের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।  জোর পূর্বক জায়গা দখলের চেষ্টার ঘটনায় আদালতে মামলা করায় বাদীকে হত্যার হুমকিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে।এ ঘটনায় জায়গার মালিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দীন সীতাকুন্ড থানা ও চট্টগ্রাম আদালতে মামলা করেছে। মামলা করার পর থেকে তাদের হুমকি ও নির্যাতন অত্যাচার আরও বহুগুন বেড়ে গেছে বলে জানায়।

অভিযোগ সূত্রে জানায়, সীতাকুন্ড থানাধিন সলিমপুর এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক  সংলগ্ন খামার বাড়ীর জায়গার উপর কুনজর পড়ে একটি ভূমিদস্যু চক্রের। চক্রটি বিভিন্ন কৌশলে মামলা হামলা ভয় দেখিয়ে জায়গাটি দখলে নিতে অপচেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে। জায়গাটির বিরোধ নিয়ে মামলা করা হলেও চক্রটি বারবার আদালতে আইনগত দিক দিয়ে হেরে যান। আইনগতভাবে মোকাবেল করতে না পেওে সিরাজদৌলা তার সন্ত্রাসী গ্রুপ নিয়ে গত বছরের ২৩ সেপ্টেম্বর উক্ত জায়গায় অবস্থানরত মো: জামাল উদ্দিনের স্ত্রী দিলশাদ আরা বেগম, পুত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম মুশফিক আহমদ, নাতি শিশু আব্দুল্লাহ আস সামি, কেয়ার টেকার রিপন মিয়া ও শ্রমিক মদন মিয়াসহ ৮/১০ জনের উপর হামলা চালায়। হামলার ঘটনায় সিরাজদৌলাকে প্রধান আসামি করে ৫/৬ জনের বিরুদ্ধে ইঞ্জিনিয়ার জামাল উদ্দীন মামলা করেন।

 দ্রুত বিচার মামলা (নং ২৪/২০২৩)  প্রথমে তদন্তের জন্য এস আই মাসুদ মুন্সীকে দায়িত্ব দেন। এতে আসামিদের কাছে থেকে মোটা অংকের টাকার বিনিময়ে যাবতীয় তথ্য প্রমান ভিডিও চিত্র থাকার পরও মনগড়া একটি প্রতিবেদন দেয়। তদন্ত প্রতিবেদনে ২য় বার তদন্তের জন্য ওসিকে নির্দেশ দিলে ওসি মোটা অংকের টাকার বিনিময়ে আদালতে ফের মিথ্যা প্রতিবেদন দেয়। মিথ্যা প্রতিবেদন দেয়ার ঘটনায় জামাল উদ্দীন গত ৫ মার্চ বাংলাদেশ পুলিশের প্রধান আইজির কাছে লিখিত অভিযোগ করেন।

 উক্ত ঘটনায় ভূমিদস্যু সিরাজদৌল্লা ও তার সহযোগী স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে  ইঞ্জিনিয়ার জামাল উদ্দীনের সাথে গত বছরের ১৯ নভেম্বর আরও একবার হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

এ প্রসঙ্গে জায়গার মালিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, আমি জায়গাটি কেনার পর থেকে প্রায় ৫০/৫৫ বছর ধরে ভোগ দখলে আছি। জায়গাটির দাম বেড়ে যাওয়ায় সন্ত্রাসী গ্রুপটি বিভিন্ন সময় তাদের কাছে বিক্রি করে দিতে চাপ সৃস্টি করে। জায়গা বিক্রি করব না বলে দেয়ার পর বিভিন্নভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর পুর্বক দখলে নেয়ার চেষ্টা করে আসছে তারা। আমি আইনের আশ্রয় নিলে তারা আইগত ভেবে হেরে যাওয়ার পর বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে, আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছি এখন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video