শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

সারাদেশের মত চট্টগ্রামের মিউনিসিপেল মডেল হাই স্কুলের অস্থায়ী শহীদ মিনারে ও শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা ও বিভিন্ন পেশাজিবী সংগঠন এর ঢল নামে ।

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ


প্রকাশিত : বুধবার, ২০২৪ ফেব্রুয়ারী ২১, ০১:২৫ অপরাহ্ন
#

 রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ; ওই রক্তের দামে এসেছিল বাংলা ভাষায় কথা বলার অধিকার ও বাংলার স্বীকৃতি , আর তার সিঁড়ি বেয়েই অর্জিত হয়েছিল মহান স্বাধীনতা।

একুশে ফেব্রুয়ারি কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের দিন নয়, বাঙালির জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলনের রক্তে লেখা স্মারক। রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বুধবার নানা কর্মসূচিতে গর্ব আর শোকের এই দিনটি পালন করছে জাতি, যার সূচনা হয় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে।

সারাদেশের মত চট্টগ্রামের মিউনিসিপেল মডেল হাই স্কুলের অস্থায়ী শহীদ মিনারে ও শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা ও বিভিন্ন পেশাজিবী সংগঠন এর ঢল নামে ।

সবার হাতে ফুল আর ব্যানার এবং আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রয়ারী আমি কি ভুলিতে পারি এই গানটি গেয়ে গেয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের ।

তাদের আত্মত্যাগের সেই স্মৃতিচারন করেছেন শিশু কিশোর আর সর্বস্তরের জনতা । তারা বলছেন বাঙ্গালী জাতির দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে । সেই গৌরব গাঁথা ইতিহাস ও ত্যাগের মহিমায় ভাস্বর আজকের এই ভাষা আন্দোল ও মহান মুক্তিযুদ্ধ ।

আমরা সেই সব বীরশহীদদের কখনোই ভুলতে পারবোনা । তারাই আমাদের প্রেরনা ।

পৃথিবীতে বহু সংগ্রাম হয়েছে যুগে যুগে, স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে কিন্ত ভাষার জন্য একমাত্র এই বাঙ্গালী জাতিই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে । তাই আজকে এই একুশে ফেব্রয়ারী আন্তর্জাতি মাতৃভাষার গৌরব অর্জন করেছেন । বাঙ্গালী জাতীর এই অর্জন বহু সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ।

তাই সকলেই বলছেন শত আঘাত আসলে ও আমাদের এই ভাষা আন্দোলনে জীবন ‍উৎসর্গ কারীদের এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের কখনোই ভুলবনা তাদের স্মৃতি আমরা ধরে রাখবো  বাংলার ইতিহাসে ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video