বুধবার, ২০২৫ এপ্রিল ৩০, ১৭ বৈশাখ ১৪৩২
#
জাতীয় জাতীয়

জিয়ার মরণোত্তর বিচার ও বিএনপি নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ নভেম্বর ০৮, ০৩:০০ অপরাহ্ন
#

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন ১৯৭৭ সালে সামরিক বিচারে প্রাণ হারানো সেনা ও বিমানবাহিনীর সদস্যদের পরিবার। এ সময় তারা জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল বিএনপি নিষিদ্ধেরও দাবি জানান।

মঙ্গলবার (৮ নভেম্বর) জিয়াউর রহমানের কবরের সামনে আয়োজিত মানববন্ধনে দাবি ওঠে সংসদ ভবন এলাকা থেকে জিয়ার কবর সরানোর।

মানববন্ধনে অংশ নেয়া বিশিষ্টজনরা বলেন, ইতিহাসের নজিরবিহীন এক কালো অধ্যায় জিয়ার আমলে তড়িঘড়ি বিচারের নামে সশস্ত্র বাহিনীর সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকর করা। 

এর আগে, সোমবার (৭ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’-এর আলোচনায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও সংসদ ভবন এলাকা থেকে তার কবর সরানোর দাবি জানান ১৯৭৫ সালের ৭ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার মুক্তিযোদ্ধাদের সন্তানরা।

শহীদ সার্জেন্ট দেলোয়ার হোসেনের ছেলে নুরে আলম বলেন, ‘জিয়াউর রহমান আমার বাবাসহ হাজার মুক্তিযোদ্ধা কর্মকর্তা-সৈনিকের হত্যাকারী। আমার বাবাকে ফাঁসি দেয়া হয়েছে। অথচ আমাদের পরিবারকে চিঠি পাঠানো হয়েছে তিনি জেলে আছেন। সেই বিএনপি এখন কিসের মানবাধিকারের কথা বলে?’

শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তমের মেয়ে মাহজাবিন খালেদ বলেন, ‘আমার চেহারায় আমার বাবার মুখ ভাসে। স্বাধীন দেশে আছি; আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তারপরও কী আমার বাবার হত্যার বিচার পাব না?’

বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট সাঈদুর রহমানের ছেলে কামরুজ্জামান মিয়া লেলিন বলেন, ‘বিচার অবশ্যই করা উচিত - এটা রাষ্ট্রের দায়িত্ব। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। জিয়াউর রহমান যে ১৪শ সেনা-বিমানবাহিনীর কর্মকর্তাকে হত্যা করেছে, তার বিচারও হওয়ার দরকার।’

শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমের কন্যা নাহিদ ইজাহার খান বলেন, ‘আমার বাবাকে সংসদ ভবনে হাঁটার সময় হত্যা করা হয়। আমার বয়স তখন ৫ বছর, আমার ভাইয়ের ৮ বছর। আমি তখন বুঝতাম না মৃত্যু কী জিনিস! আমরা দুবছর কোনো স্কুলে পড়তে পারিনি। জিয়াউর রহমানের এখন যে ছবি আছে, দেখেন কী হিংস্র চোখ। তাদের বিচার হওয়া উচিত। সংসদ এলাকায় খুনি জিয়া ও যুদ্ধাপরাধীদের যে কবর রয়েছে সেই কবর সরিয়ে ফেলা হোক।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video