শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৫ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

ঠাকুরগাঁওয়ে আগুনে ৭২টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে ৩১টি পরিবার।

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়েছে ৭২ ঘর, পরনের কাপড় ছাড়া কিছুই নেই অনেক পরিবারের মানুষের


প্রকাশিত : বুধবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৮, ০৩:৪৪ অপরাহ্ন
#

 

ঠাকুরগাঁওয়ে আগুনে ৭২টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে ৩১টি পরিবার।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ঝাড়গাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পাশের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, জ্বলন্ত কয়েল থেকে আগুনে সূত্রপাত হয়েছে। আগুনে ৩১ পরিবারের শোবার ঘর, গোয়ালঘর, খড়ের ঘর ও রান্নাঘর পুড়ে গেছে। তবে এতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা যায়নি।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান।  

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান বাদশা জানান, ক্ষতিগ্রস্তদের পরনের কাপড় ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। উপজেলা প্রশাসন কম্বল ও খাদ্য পাঠাবে বলে আশ্বস্ত করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video