পদ্মা সেতু উদ্বোধনের সাক্ষী হতে পেরে আনন্দিত নানা রাজনৈতিক দলের নেতারা। শুধু আওয়ামী লীগের নেতা নয়, অন্য রাজনীতিকদেরও বিশ্বাস এ সেতু আগামীর জাতীয় নির্বাচনের ভোটে প্রভাব ফেলবে। পদ্মা সেতু নৌকার ভোটের লড়াইয়ে যোগ করবে নতুন মাইলেজ।
রাজনীতির মাঠে সরকারের সমালোচনায় করলেও, পদ্মা সেতু উদ্বোধনের দিন অন্য দলের রাজনীতিকরাও করছেন সরকারের প্রশংসা। এত বড় প্রকল্প নিজেদের টাকায় বাস্তবায়ন করতে, সরকার ও সরকার প্রধানকে জানাচ্ছেন ধন্যবাদ।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাদের আশা, বিরাট এই কর্মযজ্ঞের সুবিধাভোগী ভোটাররা আগামী জাতীয় নির্বাচনে তাদের কাজের মূল্যায়ন করবে।
একই আশা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল শরিকদেরও।
আগামী জাতীয় নির্বাচনের এখন প্রায় দেড় বছর বাকি। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে আওয়ামী লীগের আয়োজনই জানান দিচ্ছে, এটি তাদের নির্বাচনি প্রচারের প্রথম ধাপ।
বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তার নির্বাচনী প্রচারণায় বরাবরই গুরুত্ব দিয়ে এসেছিল এই পদ্মা সেতুকে। কাজ শুরু থেকে শেষ করা পর্যন্ত নিজস্ব অর্থ এই প্রকল্পের কোন কোন খাত খরচ করা হবে তা বিস্তারিত তুলে ধরা হয় তাতে। আজকে ভোটারদের কাছে করা সেই প্রতিশ্রুতি পূরণ করলো দলটি।
মন্তব্য করুন