শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

পটিয়ায় একুশে বই মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন ( তিন দিন ব্যাপী ব্যাপক আয়োজন)

পটিয়া প্রতিনিধি -
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২০, ০৩:২৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের ঐতিহ্য ও ইতিহাস লালিত পটিয়া উপজেলায় আগামী ২২,২৩,২৪ ফেব্রুয়ারী তিন দিন ব্যাপী বই মেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করেন একুশে বই মেলা পরিষদ, পটিয়া। মঙ্গলবার বেলা ১১টার সময় পটিয়া ক্লাব মিনি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একুশে বই মেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ হারুনুর রশীদ, সদস্য সচিব মুহম্মদ ছৈয়দ,  অভিজিৎ বড়ুয়া মানু, ভগীরথ দাশ, এস এম এ কে জাহাঙ্গীর,  অনুপম বড়ুয়া, পুলক দে।

তিন দিন ব্যাপী আয়োজনের প্রথম দিনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এম.পি, প্রধান আলোচক থাকবেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত কবি ও সাংবাদিক রাশেদ রউফ।

দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত কথা সাহিত্যিক প্রফেসর ড. হরিশংকর জলদাস,

প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ আবদুল আলিম।

বই মেলার তৃতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার খ্যাতনামা সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, প্রধান আলোচক থাকবেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত লেখক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন দিনে উপস্থিত থাকবেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত)  ডাঃ তিমির বরণ চৌধুরী,  পৌর মেয়র আইয়ুব বাবুল সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এছাড়াও অংশ গ্রহণ করবেন উদীচি শিল্প গোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, প্রমা আবৃত্তি সংগঠন চট্টগ্রাম, পটিয়া সম্মিলিত শিল্পী পরিষদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। আয়োজন থাকবে কবি গান ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

 আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোঃ হারুনুর রশীদ বলেন, মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে ভাষা সৈনিকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। ভাষা শহীদদের স্মরণে একুশে বই মেলা বাঙ্গালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বিপ্লবের চারণ ভূমি খ্যাত পটিয়ায় বিভিন্ন সময়ে বই মেলা আয়োজিত হলেও এর ধারাবাহিকতা রক্ষা হয়নি। আমরা চেষ্টা করব এ বছর থেকে পটিয়া বই মেলা যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video