শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

প্রতিভাবান নৃত্য শিল্পীদেরকে গ্রাম থেকে তুলে আনার দায়িত্ব নিয়ে কাজ করছে পূর্বসুয়াবিল নবরত্ন সমিতি

পূর্ব সুয়াবিল নবরত্ন সমিতির শিল্পীদের সমন্বয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উৎসবে গীতিনৃত্য অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২০, ১২:৪৫ অপরাহ্ন
#
সমন্বয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উৎসবে গীতিনৃত্য অনুষ্ঠিত

প্রকৃত পক্ষে গ্রাম পর্যায়ে নৃত্যচর্চ্চা বর্তমানে খুব কঠিন। নৃত্যকর্মের প্রসারের ক্ষেত্রে আর্থিক বিষয়টি জড়িত। তাই ইচ্ছা থাকলেও গ্রাম পর্যায়ের প্রতিভাবান নৃত্যশিল্পী অকালে ঝড়ে যায়। এ ধরণের প্রতিভাবান নৃত্য শিল্পীদেরকে গ্রাম থেকে তুলে আনার দায়িত্ব নিয়ে কাজ করছে পূর্বসুয়াবিল নবরত্ন সমিতি। এ কর্মসূচীকে বাস্তবায়ন করার লক্ষে শুরু হওয়া বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানলোকের প্রতীক। তিনি বিদ্যা বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহি নমোহস্তুতে সনাতন ধর্মালম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতী অর্চনা করেন। পূর্বসুয়াবিল নবরত্ন সমিতির উদ্যোগে শ্রী শ্রী স্বরসতী পূজার গীতিনৃত্য উৎসব গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ৪টায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্যগুরু মধু চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।

শ্রী শ্রী সরস্বতী পূজা উৎসব উপলক্ষে পূর্বসুয়াবিল নবরত্ন সমিতির আয়োজনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পূর্বসুয়াবিল ব্রাক্ষণপাড়া স্বর্গীয় মাস্টার ধীরেন্দ্র লাল ভট্টাচার্য্যরে বাড়ীতে বর্ণাঢ্য আকারে শ্রীশ্রী সরস্বতী পূজা উৎসব অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলার বিশিষ্ট নৃত্যশিল্পীদের সমন্বয়ে স্বরসতী পূজা উৎসবে গীতিনৃত্য অনুষ্ঠিত হয়।

গীতিনৃত্যে অংশগ্রহণ করেন আগ্রিকা চক্রবর্তী, সৃষ্টি চক্রবর্তী, ঈশিতা চক্রবর্তী, রিংকি চক্রবর্তী, মুমু চক্রবর্তী, অনন্যা দাশ, অন্বেষা দেবী, অনুস্কা দেবী, প্রনমী দেবী, সৃজা চক্রবর্তী প্রমূখ।

প্রানেশ চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুমন ধরের সঞ্চালনায় এবং সাংস্কৃতিক সম্পাদক নিহার ভট্টাচার্যের সার্বিক নির্দেশনায় উপরোক্ত গীতিনৃত্য অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন অনুষ্ঠান উৎসব উদযাপন পরিষদের সভাপতি অসীম দাশ গুপ্ত, অর্থ সম্পাদক কেশব বণিক, সাংগঠনিক সম্পাদক নুকুল চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ বিভাশ ধর।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video