মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ৩০ বৈশাখ ১৪৩২
#
জাতীয় জাতীয়

প্রতিদিন ৪ হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ নভেম্বর ১৬, ০১:৩৭ অপরাহ্ন
#

বর্তমানে প্রতিদিন চার হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। মঙ্গলবার ( ১৬ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান এ তথ্য জানিয়েছেন।

সৌদি আরবের পক্ষ থেকে অ্যাস্ট্রেজেনেকার ১৫ লাখ কোভিড টিকা বাংলাদেশকে উপহার হিসেবে হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান আরও জানান, করোনার পর এখন ঢাকাস্থ দূতাবাস থেকে ভিসা দেওয়ার হার বেড়েছে। প্রতিদিন চার হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। একদিনে আট হাজার ৬০০ ভিসাও দেওয়া হয়েছে।

এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি টিকা নিয়ে সৌদি আরব গেলে কোয়ারেইন্টেনের প্রয়োজন হয় না। অন্য টিকার ক্ষেত্রে কোয়ারেইন্টেনের প্রয়োজন হয়।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশকে টিকা উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video