শেখ মুজিবুর রহমান। এক ক্ষণজন্মা মহাপুরুষ। ১৯২০ সালের এই দিনে যার জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বাংলার মাটি ও মানুষের জন্য আমৃত্যু লড়াই করে যিনি হয়ে উঠেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
দুঃখ ভারাক্রান্ত মনেই তিনি দাঁড়িয়েছিলেন সাতকোটির গণজোয়ারে, মোটা ফ্রেমের কালো চশমায় এঁকেছিলেন স্বপ্নের স্বাধীনতা। দ্বন্দ সংঘাত আর ইতিহাসের সেই সুদীর্ঘ যাত্রায় ছিনিয়ে এনেছিলেন তিনি এক রক্তাত্ব বিজয়। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির আবেগ হয়ে উঠেছিলেন বঙ্গের বন্ধু 'বঙ্গবন্ধু'।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আজ তিনি শতবর্ষের ইতিহাস। ১৯২০ সালের এই দিনে যে মহামানবের জন্মের মধ্য দিয়েই এসেছিলো শোষিত বাঙ্গালী জাতির মুক্তির বার্তা। সত্যের প্রতীক মুক্তির প্রতীক বঙ্গবন্ধু আজ আর নেতা নন একটি প্রতিষ্ঠান। বাংলা আর বাঙালির জন্যই ছিলো যার রণহুংকার।
আজ ১৭ মার্চ। বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার উদযাপিত হচ্ছে দিনটি। এছাড়া দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হচ্ছে। দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্ম। তার বাবা শেখ লুত্ফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। চার বোন, দুই ভাইয়ের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়। তার ডাক নাম ছিল খোকা।
মন্তব্য করুন