শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

বর্ষার প্রথম দিন আজ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ Jun ১৫, ০১:০০ অপরাহ্ন
#

আজ পহেলা আষাঢ়। অঝোর ধারায় বৃষ্টি ঝরার দিন এসে গেছে। গাছের পাতায়, টিনের চালে বা ছাদের রেলিং ছুঁয়ে খোলা আকাশের প্রান্তরজুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার দিন এসে গেছে। যে সময়ে ভেসে বেড়ায়, জুঁই, কামিনী, বেলি, দোলনচাঁপার সুবাস। রঙিন হয়ে ওঠে পদ্মপুকুর। তাই ঋতুচক্রের পালাবদলের খেলায় বর্ষা হয়ে ওঠে যেন, আরাধ্য অতিথি।

বর্ষার স্নিগ্ধ প্রকৃতি সকাল কিংবা দুপুর, বিকেল কিংবা সন্ধ্যা প্রহরে প্রহরে পাল্টে যায় দৃশ্য। মানব মনও হয়ে ওঠে কাব্যময়। গ্রীষ্মের দাবদাহে পুড়ে ধুলোবালি গায়ে মেখে প্রকৃতি অপেক্ষায় থাকে বর্ষাকালের। প্রকৃতির এই নবজন্ম নিয়ে আসে সবুজের সমারোহ, মাটিতে নতুন পলীর আস্তরণ নিয়ে আসে জীবনেরই বারতা। বাংলা সাহিত্যে নানা ভাবে ধরা দিয়েছে আনন্দ-স্পর্শ-আশা জাগানিয়া বর্ষা। সেকাল তো বটেই একালেও বর্ষার মোহনীয় স্নিগ্ধতা তারুণ্যের অনুপ্রেরণা। কালি কলমে বর্ষা কখনো প্রণয়ে আবার কখনো ধরা দেয় বিচ্ছেদে। মাটির সোঁদা ঘ্রাণে বৃষ্টিধোয়া প্রকৃতিতে জলের নাচোন মননে গেঁথে থাকে ছবির মতো। অঝোর ধারায় বৃষ্টির ঝরার দিন এসে গেছে। গাছের পাতায়, টিনের চালে কিংবা ছাদের রেলিং ছুঁয়ে খোলা আকাশের প্রান্তর জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার দিন। লেবু পাতার বনের ফাকে বাতাসে ভেসে বেড়ায়, জুঁই, কামিনী, বেলি, দোলনচাঁপার সুবাস আর রঙিন হয়ে ওঠে পদ্মপুকুর। এ যেন একেকজন দক্ষশিল্পী অ্যাক্রিলিক কিংবা জলরঙে এঁকেছেন নিজের সেরা ল্যান্ডস্কেপটি। সারাবেলা প্রকৃতি যেন জীবনানন্দের প্রক্তিম এনে এগোই কেবলি দৃশ্যের জন্ম হয়। ভালো লাগে আকাশ, অবারিত মাঠ, টলমলে জলের পুকুর,ভেজা সবুজ পাতা আর ঘাস। https://youtu.be/ZBGdBk-laEg
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video