বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৩ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

বাঁশখালীতে এসএসসি ও দাখিলে জিপিএ -৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী
প্রকাশিত : শনিবার, ২০২৪ Jun ২২, ০৪:২৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার উদ্যোগে বিভিন্ন স্কুল, মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিলে জিপিএ -৫ পাওয়া কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন (শুক্রবার) বিকেলে বাঁশখালী সরকারি আলাওল কলেজ হলরুমে ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক, সাবেক পৌর মেয়র ও বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনীর সভাপতিত্বে ও ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি এন.এম নাছির উদ্দীনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এমবিবিএস, ডি-কার্ড (এনআইসিভিডি), এমআরসিপি (ইউকে) কনসালটেন্ট মেডিসিন, অ্যাপলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রাম।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,
চীপ-জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট  ও বাঁশখালীর কৃতি সন্তান মাহবুবুর রহমান, বাঁশখালী সরকারি আলাওল কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, জলদি আধুনিক হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস.এম শোয়াইবুর রহমান, পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোসেন,  সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাকির হোসেন।

বাঁশখালীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এস এস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া ১৭৭ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ওইসব সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, গবেষক কিংবা ব্যবসায়ি, যে যাই হওনা কেন, সবকিছুর আগে নিজেকে একজন সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান সমন্বয়ক জিয়াউল হাসান হোসাইনী, উপদেষ্টা শাহাদাত হোসাইন, মোঃ আজগর, মফিজুর রহমান, আমির হোসাইন, জাহাঙ্গীর আলম, তাফহিমুল ইসলাম হিমু, মর্তুজা আলী, মোঃ ইউসুফ, মোঃ ইসহাক, আজিম, মহিউদ্দিন, মাহিন, হারুন, এনাম, লুৎফর, মিশকাত, শহিদ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video