দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পূর্বঘোষিত বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ হরতাল পালন করে বাম জোটগুলো।
সকাল ৬টায় বাংলাদেশ কমিউনিস্ট অফিসের সামনে থেকে সিপিবির সভাপতি মো. শাহ আলমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি গুলিস্তান মোড়ে পল্টন অবস্থান নেয়।
এ সময় গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে। পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের শরিক দলগুলোও অবস্থান নিয়েছে। জল কামান প্রিজনভ্যানসহ অন্যান্য পুলিশের গাড়ি পল্টন মোড়ে অবস্থান নিয়েছে।
পল্টন মোড়ে অবস্থান নিয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে পুলিশ উস্কানি দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করছে। পরিবহন মালিকেরা ইচ্ছা করে রাজপথে গাড়ি নামিয়েছে। হরতাল চলাকালে গুলিস্তান থেকে আসা গাড়িগুলো পুলিশ বক্সের মধ্যে প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। পল্টন মোড়ের সিগন্যালে গাড়ির দীর্ঘ জটলা তৈরি হয়েছে।
মন্তব্য করুন