বৃহস্পতিবার, ২০২৫ এপ্রিল ২৪, ১১ বৈশাখ ১৪৩২
#
জাতীয় জাতীয়

বুধবার থেকে গণপরিবহনে ভাড়া বাড়লো ৬০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মার্চ ৩০, ১১:৫৩ পূর্বাহ্ন
#
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অর্ধেক যাত্রী ‍নিয়ে চলবে গণপরিবহন। এ জন্য মালিকদের দাবির প্রেক্ষিতে সারাদেশে ভাড়া বাড়ানো হয়েছে ৬০ শতাংশ। আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকে দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (৩০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন। করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের নির্দেশ দিয়েছে সরকার। গতকাল সোমবার (২৯ মার্চ) দেওয়া ওই নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী নিয়েই বাস-মিনিবাস চালাতে রাজি মালিকরা। সেক্ষেত্রে তারা ৬০ শতাংশ বাড়তি ভাড়া নিতে চান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে (বিআরটিএ) হওয়া গতকাল রাতের বৈঠকে বাস মালিকরা এ দাবি জানান। পরিবহন মালিকদের সেই দাবি রাতেই প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় বিআরটিএ। মন্ত্রণালয়ের অনুমোদন এলেই গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া কার্যকর হবে। করোনার সংক্রমণ রোধে গত বছরও একই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। দীর্ঘ দুমাস বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহন করা হয় সে সময়।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video