শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৫ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

বেসরকারিতে করোনা পরীক্ষার ফি কমলো

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মে ১০, ০৩:৪১ পূর্বাহ্ন
#
বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে আরটিপিসিআর পরীক্ষার ফি কমলো। নিয়মিত পরীক্ষার পাশাপাশি বিদেশগামীদের ক্ষেত্রেও এই ফি কমানোর কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (০৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে করোনা পরীক্ষায় নতুন ফি-এর কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দেশে অবস্থানরত সাধারণ জনগণের জন্য এখন থেকে বেসরকারি হাসপাতালে বা নির্ধারিত কেন্দ্রে গিয়ে নমুনা দিলে পরীক্ষায় দিতে হবে ৩ হাজার টাকা, যা এতদিন ছিল ৩ হাজার ৫০০ টাকা। বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলে দিতে হবে ৩ হাজার ৭০০ টাকা, এই ফি এতদিন ছিল ৪ হাজার ৫০০ টাকা। অপরদিকে, বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনা পরীক্ষায় দিতে হবে ২ হাজার ৫০০ টাকা। ইতোপূর্বে বেসরকারি হাসপাতালে বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষায় ৩ হাজার টাকা ফি দিতে হতো। স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবের প্রেক্ষিতে করোনা শনাক্তে আরটিপিসিআর পরীক্ষায় পুননির্ধারিত মূল্য অবিলম্বে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video