মসজিদে নামাজের আগে-পরে জমায়েতে নিষেধাজ্ঞা: ধর্ম মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : বুধবার, ২০২১ এপ্রিল ০৭, ০৭:৫৬ অপরাহ্ন
#
করোনা পরিস্থিতিতে মসজিদে নামাজের আগে পরে যেকোনো ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয় জুমা ও অন্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে-পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো সভা সমাবেশ করা যাবে না। মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করতে হবে।
এছাড়া ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থনা করতে হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। লঙ্ঘন হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন