বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৩ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুটি পাখি মাছ

অনলাইন ডেক্স
প্রকাশিত : শনিবার, ২০২৪ Jun ২৯, ০১:১৭ অপরাহ্ন
#

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে পৃথক সময়ে জেলেদের জালে ধরা পড়েছে দুটি পাখি মাছ। পরে নিলামের মাধ্যমে মাছ দুটি ৫ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়।
শুক্রবার (২৮ জুন) চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করা হয়। ওই সময় পাখি মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।  

স্থানীয়রা জানায়, হাতিয়া উপকূলের মেঘনা নদীতে মনির মাঝি মাছ ধরতে গেলে ২৫ কেজি ওজনের একটি পাখি মাছ পান। শুক্রবার দুপুরে চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে নিলামে মাছটি ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়।

এর আগে, একই দিন সকালে ১ হাজার ২০০ টাকায় ২০ কেজি ওজনের আরেকটি পাখি মাছ বিক্রি করা হয়। দুটি মাছ নিলামে কিনে নেন স্থানীয় ব্যবসায়ী এনায়েত বেপারী। ২০ কেজি ওজনের মাছটি নরম হয়ে যাওয়ায় কম দামে বিক্রি করা হয়েছে।   

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, এগুলো সামুদ্রিক মাছ, এগুলোর নাম ‘ফ্লাইং ফিশ’ বাংলায় উড়ুক্কু মাছ। তবে এ অঞ্চলে এই মাছ পাখি মাছ হিসেবে পরিচিত। খেতে খুব সুস্বাদু। তবে মেঘনা নদী থেকে দুটি পাখি মাছ পাওয়ার বিষয়টি আমার জানা নেই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video