শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৫ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

রমজান মাসের অফিসের নতুন সময়সূচি ঘোষণা


প্রকাশিত : বুধবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৮, ০৪:৫৬ অপরাহ্ন
#

 

আসন্ন রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। এসব অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। নামাজের জন্য ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। এছাড়া, ব্যাংক আদালত নিজের মতো করে নিজ নিজ সময় ঠিক করবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সময়সূচি নির্ধারণ করা হয়। এতে শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে বিকেলে বিফ্রিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন তথ্য জানান।

উল্লেখ্য, এখন অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video