শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

রাউজানের ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : সোমবার, ২০২৪ Jun ১০, ০৪:৪০ অপরাহ্ন
#

রাউজানের স্বনামধন্য প্রাচীন বিদ্যাপীঠ রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের ২০২৪ সালে এস.এস.সি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক পুরষ্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন সোমবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি,  রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও শিক্ষক পিযুষ পাল, সংগঠক আরফানুল ইসলাম আবিরের যৌথ  সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা  নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রনজিৎ কুমার দে,
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ব্যারিস্টার সুরেশের মতো গুণীজনরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চির স্মরণীয় হয়ে আছেন। তিনি ভালো ফলাফল অর্জন করায় এই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, রাউজানে এক লাখের মতো শিক্ষার্থী অধ্যায়নরত আছে। তারা যাতে সুশিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অবদান রাখতে পারে সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তিগত সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর,  রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক,  অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী বিদ্যালয়ের ।
১২৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয় এই অনুষ্টানে ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video