মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২৯, ১৬ বৈশাখ ১৪৩২
#
জাতীয় জাতীয়

শিল্পখাতে বাড়ল গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ জানুয়ারী ১৮, ০১:৩৯ অপরাহ্ন
#

বিদ্যুতের পর শিল্পখাতে গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে সিএনজি ও আবাসিকে আগের দামই বহাল থাকবে।

বুধবার (১৮ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত হার ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুয়ায়ী, শিল্পের তিন খাতে (বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র, কুটির ও অন্যান্য) প্রতি ঘনমিটার গ্যাসের দাম হয়েছে ৩০ টাকা। বিদ্যুৎ কেন্দ্রের (সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে) ক্ষেত্রে প্রতি ঘনমিটার ১৪ টাকা। ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র) ক্ষেত্রে প্রতি ঘনমিটার ৩০ টাক। সারের ক্ষেত্রে ১৬ টাকা। চা শিল্পে (চা বাগান) প্রতি ঘনমিটার ১১ টাকা ৯৩ পয়সা। বাণিজ্যিক (হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও অন্যান্য) খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা ৫০ পয়সা।

তবে সিএনজি ও আবাসিকে আগের দামেই বহাল রেখেছে সরকার। সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারের দাম ৪৩ টাকা। সুতরাং গ্যাসের দাম বাড়ায় পরিবহন খাতে প্রভাব পড়বে না। 

এছাড়া গৃহস্থলির ক্ষেত্রে প্রতি ঘনমিটার মিটারভিত্তিক বার্নারের ১৮ টাকা, মিটারবিহীন সিঙ্গেল বার্নার (টাকা/মাস) ৯৯০ টাকা এবং মিটারবিহীন ডাবল বার্নার (টাকা/মাস) ১ হাজার ৮০ টাকা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video