বুধবার, ২০২৫ মে ১৪, ৩১ বৈশাখ ১৪৩২
#
জাতীয় জাতীয়

শুক্রবার পর্যন্ত হবে বৃষ্টি, এরপর ফের দাবদাহ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২৩ মে ২৪, ১০:৫০ পূর্বাহ্ন
#

শুক্রবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এরপর থেকে সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

 

 

বৃষ্টি কমার পর শনিবার থেকে ফের দেশে দাবদাহ শুরু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটির আবহাওয়াবিদ বজলুর রশিদ।

 

 

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ মাদারীপুর, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু দাবদাহ। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

 

 

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

 

 

শুক্রবার পর্যন্ত সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে।

 

 

সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার বয়ে যাওয়া কালবৈশাখীর সময় ঢাকায় বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় ঘণ্টায় ১০২ কিলোমিটার। এতে কমে গত কয়েকদিনের গরমের তীব্রতা। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video