শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপির গণসংবর্ধনায় বক্তারা আস্থা আছে বলেই প্রধানমন্ত্রী চট্টগ্রামে ৪ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ০৭, ১০:৫১ পূর্বাহ্ন
#

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য, দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক গণ-সংবর্ধনা আজ ৬ মার্চ, বুধবার, বেলা-১২টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনের মাননীয় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় গণসংবর্ধনায় বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, এড: জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র দেবাশীষ পালিত, শ্রম সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, হায়দার আলী রনি, কৃষি বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, উপ দপ্তর সম্পাদক জসীম উদ্দিন, উপ প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মাস্টার ফরিদুল আলম, আবু সৈয়দ, শাহাদাত হোসেন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু প্রমুখ, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা, পটিয়া পৌরমেয়র আইয়ুব বাবুল প্রমুখ।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়রবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

সভায় বক্তারা বলেন, রাজনীতিতে পদপদবী বড় বিষয় নয়, রাজনীতির সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করা। সরকার পরিচালনার জন্য চট্টগ্রামের মানুষের মূল্যায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের ৪ জনকে মন্ত্রী সভায় স্থান দিয়েছেন। আস্থা আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ৪ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দিয়েছেন। তিনি চট্টগ্রামের আরো অনেক কৃতী সন্তানকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমরা চট্টগ্রামবাসী এজন্য ধন্য ও গর্ববোধ করি। চট্টগ্রামের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।

নেতৃবৃন্দ বলেন, জনগণের আস্থা অর্জনে আওয়ামী লীগ সফল হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, এই ধারাবাহিকতায় চট্টগ্রামেও ব্যাপক উন্নয়ন হয়েছে। চট্টগ্রাম শহরের মত উপজেলা গুলোতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। কেউ যেন উন্নয়ন বাধাগ্রস্থ করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়ে থাকবে। নেতৃবৃন্দ চট্টগ্রামের ৪ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video