শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

২১ শে ফেব্রুয়ারি সমস্ত বাঙালির অহংকার ও গৌরবের দিন

সীবলী সংসদ চট্টগ্রামের উদ্যোগে মহান একুশ উদযাপনে বক্তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২২, ০১:৩২ অপরাহ্ন
#
বক্তব্য রাখেছেন অতিথিবৃন্দ

সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন সীবলী সংসদ চট্টগ্রামের উদ্যোগে মহান একুশ, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ভাষা শহীদদের আত্মদান বাঙালি জাতির জন্য একটি অবিস্মরণীয় অর্জন।  ২১ শে ফেব্রুয়ারি সমস্ত বাঙালির অহংকার ও গৌরবের দিন। তাদের আত্মত্যাগের কথা বাঙালি জাতি কখনো ভুলবে না।  গত ২১ ফেব্রুয়ারি নগরীর ডিসি হিল ও বৌদ্ধ মন্দিরের সম্মুখে চৌরাস্তার মোড়ের উন্মুক্ত মঞ্চে একুশের আলোচনা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।  

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া। উদ্বোধক ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন টিংকু বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব  বিবেকানন্দ বড়ুয়া কাঞ্চন, শিশু সাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, নারী নেত্রী সঞ্চিতা বড়ুয়া। সংগঠনের সভাপতি বিকাশ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্যদেন উদযাপন পরিষদের আহ্বায়ক লেখক-সাংবাদিক বিপ্লব বড়ুয়া, সমন্বকারী সুদীপ বড়ুয়া, সদস্য সচিব তাপস বড়ুয়া, সিনিয়র সহসভাপতি রনেশ চৌধুরী নন্তু। শুভেচ্ছা বক্তব্যদেন- বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, মাসিক প্রবারণা সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া। শুরুতে জাতিয় সংগীত ও সংগঠনের শিল্পীদের দলীয় পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।পুরো অনুষ্ঠানজুড়ে ছড়া, কবিতা পাঠ, আবৃত্তি  ও সংগীতে অংশ গ্রহণ করেন- শিল্পী সুদীপ বড়ুয়া, অনুপ্রভা বড়ুয়া লিনা, শিশু সাহিত্যিক অপু চৌধুরী, নান্টু বড়ুয়া, নবারুন বড়ুয়া, সেলিনা আক্তার খানম, অধ্যাপক শিউলি চৌধুরী, সৌম্যজিৎ বড়ুয়া, শাওন বড়ুয়া, সমৃদ্ধ বড়ুয়া, পায়েল বড়ুয়া, একুশে বড়ুয়া, পূজা বড়ুয়া, সর্পিতা দে, অর্ক বড়ুয়া, অরণ্য বড়ুয়া, স্বর্ণা তালুকদার, আদ্রিতা বড়ুয়া, রণবীর বড়ুয়া, রাজর্ষি চৌধুরী, সঞ্চিতা বড়ুয়া, প্রমি বড়ুয়া, মৃম্ময়ী বড়ুয়া, সপ্তর্ষী বড়ুয়া, অর্পিতা, প্রমি, লাবণী, সোনালী , পূর্নিতা, পৌষি প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  বাচিক শিল্পী সোমা বড়ুয়া রিমি। ঐদিন ভোরে প্রভাতফেরির মাধ্যমে শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য প্রদান করা হয়। প্রভাতফেরিতে  অংশনেন- বিকাশ কান্তি বড়ুয়া, সুদীপ বড়ুয়া, রনেশ চৌধুরী নন্তু, বিপ্লব বড়ুয়া, সৌরভ চৌধুরী, শাওন বড়ুয়া, তাপস বড়ুয়া, বিজয় বড়ুয়া, শান্তনু বড়ুয়া, রবিন বড়ুয়া, অপরুপ বড়ুয়া, হিমু বড়ুয়া ও মিথুন বড়ুয়া।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video