চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু বলেছেন মানুষ তার কর্মেও মাঝে বেঁচে থাকেন । যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনাকে মানুষ মৃত্যুর পরও আপনাকে স্মরণ করবে । তেমনি এক ধর্মপ্রান উপাসিকা সুনন্দা বড়–য়া । তিনি তার কর্মেও মাধ্যমে মৃত্যুও পরও সবার মাঝে আজো বেঁচে আছেন।
রাউজান উপজেলার বিনাজুরী গ্রামের বিশিষ্ট ব্যাংকার প্রয়াত লোকনাথ বড়ুয়ার সহধর্মীনী বিশিষ্ট উপাসিকা প্রয়াতা সুনন্দা বড়ুয়া খুকুর স্মরণ সভা ও সংঘদান শুক্রবার চট্টগ্রামস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রফেসর ড. জিনবোধী ভিক্ষু ।
সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক রনতোষ বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগ নেতা ও আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ত্রিদিপ কুমার বড়ুয়া, দক্ষিন ঢাকাখালী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি দিলিপ বড়–য়া ছুটু ও প্রতিক বড়–য়া ।
বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন ভদন্ত সোবিতানন্দ মহাথের , ভদন্ত অরুনানন্দ মহাথের , দেবমিত্র মহাথের , ভদন্ত জিনপ্রিয় মহাথের , ভদন্ত বিমলাচার মহাথের,ভদন্ত সংঘশ্রী থের , ভদন্ত উকাট্টা পঞা থের, শান্তবোধি থের, প্রজ্ঞামিত্র ভিক্ষু, জয়পাল ভিক্ষু
পঞঞাজীবা থের, ধর্মবোধি থের , নন্দপাল ভিক্ষু, সুমনবোধি ভিক্ষু, রাহুলাপ্রিয় ভিক্ষু ।
অন্যান্নদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা শ্যামল বড়ুয়া, শিক্ষিকা উর্মি বড়ুয়া, সংগঠক সজিব বড়ুয়া ছোটন , অলক বড়ুয়া ও প্রবাসী মোহাম্মদ শাহজাহান ।
কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের বড় সন্তান ইঞ্জিনিয়ার অমর বড়ুয়া লিটন ।
মন্তব্য করুন