পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ ভোর ছয়টা থেকে। তবে মোটরসাইকেল আরোহীদের পদ্মা নদী পাড় করতে বিশেষ বিবেচনায় চালু হয়েছে ফেরি।
সোমবার সকালে শিমুলিয়া থেকে মাঝিকান্দিঘাটের অভিমুখে শতাধিক মোটরসাইকেল নিয়ে ছেড়ে গেছে ফেরি কুঞ্জলতা। বেলা সোয়া ১০টার দিকে শিমুলিয়া ৩নং রোরো ঘাট থেকে ফেরিটি ছেড়ে যায়।
শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পিকআপে করে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল
তিনি জানান, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ। তাই ঘাটে অনেক মোটরসাইকেল জড় হয়। এঅবস্থায় ১১৯টি মোটরসাইকেল নিয়ে মাঝিকান্দি ঘাটের অভিমুখে ছেড়ে গেছে ফেরি কুঞ্জলতা। ঘাটে এখনো কিছু মোটরসাইকেল আসছে।
এর আগে রোববার (২৬ জুন) রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হওয়ায় সেতু বিভাগ সোমবার (২৭ জুন) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রোববার রাতে তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে সেতু বিভাগ এ তথ্য জানায়।
মন্তব্য করুন