শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

স্কুলে স্কুলে একুশে উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ফেব্রুয়ারী ২১, ০১:১৬ অপরাহ্ন
#

চট্টগ্রাম  মহানগর শেরশাহ্ কুঞ্জুছায়া ইমারাতুন্নছো সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও ইমারাতুন্নছো সিটি কর্পোরশেন কির্ডারগার্টেন  স্কুলে একুশে ফেব্রুয়ারী উদ্যাপন করা হয়েছে।

একুশ মানইে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের গৌরব গাঁথার ইতিহাস। একুশ মানইে ভাষা শহীদদরে স্মরণ। তাদের রক্তরাঙা শহীদ বেদিতে শ্রদ্ধার ফুল।
আমার ভাইয়রে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গেয়ে গেয়ে পথ চলা। তখন সবারই নগ্ন পা।
ফুলে ফুলে যখন ছুয়ে যায় শহীদ মিনারের বেদী, অতপর আলোচনা। একুশের চেতনাকে জাগ্রত করে রাখতে সবার একই ইতিহাস একই আহ্বান ধ্বনতি হয় কণ্ঠে কন্ঠে ।
শিশু কিশোরদের কানে কানে সে কথা পৌঁছায়। তাদের মগজ শানিত হয় ‘একুশ আমাদের গৌরবের র্অজন, একুশ আমাদের  হারানোর বেদনা, একুশ মানে মাথানত না করা।
শিশুরা শেখে ।  আজকে যারা শিশু আবার তারাই হবে বক্তা তারাই এই চেতনাকে নিয়ে যাবে প্রজম্মের পর প্রজম্ম।
আর সে কারণইে এই সব আয়ােজন। স্কুলে স্কুলে  সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই আয়োজন। চটগ্রাম মহানগরের শেরশাহ্ কুঞ্জুছায়া ইমারাতুন্নছোইসটি কর্পোরেশন স্কুল এবং ইমারাতুন্নছো সিটি র্কপোরশেন কিন্ডার গার্টেন স্কুলের  আয়োজন। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথমে প্রভাতফেরী করেন ।
চারদিকে সড়ক প্রদক্ষীন করে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক
আলোচনা সভা-সাংস্কৃতকি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।  একটি স্কুলই শত স্কুলের  কথা বলবে  । কারণ চেতনার জায়গাটি এক। একটি স্কুলই তুলে ধরবে সকল স্কুলের দৃশ্যপট ।

 

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video