রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ Jun ০২, ০৯:৫৬ পূর্বাহ্ন
#
ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে গত মে মাসে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়ানো হয়েছিল।  চলতি জুন মাসে তা থেকে ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। 


গতকাল

বৃহস্পতিবার এলপিজি সিলিন্ডার গ্যাসের নতুন দাম ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

 

ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির মূল্য ভোক্তা পর্যায়ে প্রতি কেজি ৮৯ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

 

 

মে মাসে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় কেজিতে ৪ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়েছিল। ওই মাসে ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য ১২৩৫ টাকা ছিল। সেই হিসাবেই দাম কমেছে ১৬১ টাকা। 

 

 

এ ছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম প্রতি লিটার ৫০ টাকা ৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। রেটিকুলেটেড পদ্ধতিতে বাসাবাড়িতে সরবরাহ করা এলপিজির দাম মূসকসহ দাম পড়বে ৮৬ টাকা ২৫ পয়সা।

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video