২০২১-'২২ রোটা বর্ষের জন্য ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরফাত মামুন
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : রবিবার, ২০২১ মে ১৬, ০৩:৫১ অপরাহ্ন
#
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ‘রোটারী ইন্টারন্যাশনাল’-এর ইয়ুথ প্রোগ্রাম রোটার্যাক্ট ২০২১-'২২ রোটা বর্ষের জন্য ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. আরফাত উদ্দিন মামুন।
সম্প্রতি ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট রোটার্যাক্টর পি.পি মোহাম্মদ আল আমিন সজীব আনুষ্ঠানিকভাবে জেলা রোটার্যাক্ট সংগঠন-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে মো. আরফাত উদ্দিন মামুনের নাম ঘোষণা করেন।
মামুন এর আগে রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন-৩২৮২, বাংলাদেশের ২০১৯-'২০ রোটা বর্ষের জন্য রিজিওনাল সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন। এবং বর্তমানে অর্থাৎ ২০২০-'২১ রোটা বর্ষের জন্য রিজিওনাল রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্বে আছেন। তাছাড়া তিনি রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং সিটি সেন্ট্রালের ২০১৭-'১৮ রোটা বর্ষে সেক্রেটারি এবং ২০১৮-'১৯ রোটা বর্ষে সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন।
ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং সিটি সেন্ট্রালের সচিব মোহাম্মদ মামুনুর রশিদ, সভাপতি রোটার্যাক্টর রেজাউল করিম রকি এবং আইপিপি রোটার্যাক্টর হাসান আল মাসুদ ভুঁইয়া।
মামুন বলেন, ‘রোটার্যাক্ট এর মতো একটা আন্তর্জাতিক যুব সংগঠনে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। একদম বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই এই সংগঠনে আমি সক্রিয়ভাবে কাজ করছি।আমি মনে করি এই দায়িত্ব আমার কাজের মূল্যায়ন।আমার উপর আস্থা রেখে ডিআরআরই আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সুনিপুনভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।সে সাথে একজন শিক্ষার্থী হিসেবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সর্বোপরি আমার ক্লাবের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যারা আমাকে সবসময় সহযোগিতা করে আসছে।’
রোটার্যাক্টর পি.পি মো. আরফাত উদ্দিন মামুন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে এমবিএতে অধ্যয়নরত আছেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন।
মন্তব্য করুন