শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

২৪ ঘণ্টায় ৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


প্রকাশিত : শুক্রবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৩, ০৭:৪০ অপরাহ্ন
#

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

তবে এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ১ জন এবং বাকি ২ জন ঢাকার বাইরের।

এ বছর এইডিস মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩১৯ জনে, তাদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। সবশেষ ১৭ দিন পর বৃহস্পতিবার একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৬ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ২৯ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২৭।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখছে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video