রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
জাতীয় জাতীয়

৩ বইয়ের জন্য বঙ্গবন্ধুকে মরণোত্তর পুরস্কার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ মার্চ ২৭, ০১:০০ অপরাহ্ন
#
অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন । ফুটেজ থেকে সংগৃহীত ছবি

ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার পুরস্কার পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন এই তিন বইয়ের জন্য বঙ্গবন্ধুকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হয়।

রোববার (২৬ মার্চ) নয়াদিল্লিতে তিন দিনব্যাপী আঞ্চলিক সাহিত্য সম্মেলনে বঙ্গবন্ধুর পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাট্যজন রামেন্দু মজুমদার এবং সংগঠক মফিদুল হক।

পাঞ্জাবি ঔপন্যাসিক ও ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচারের প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কাউর এ পুরস্কার তুলে দেন।

বাংলাদেশের স্বাধীনতা দিবসে সম্মেলনের উদ্বোধনের তাৎপর্য বর্ণনা করে এক বার্তায় সভাপতি অজিত কাউর জানান, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় কোনো ছোট ঘটনা ছিল না। বাংলা জাতির পিতার দৃঢ় প্রত্যয়ের সবচেয়ে অনন্য সাহসিকতার মাধ্যমে এটি একটি অনন্য কৃতিত্ব ছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video