একের পর এক জায়গা বীরদর্পে শত্রুমুক্ত করে চলছে বাংলার বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনী। ৩ ডিসেম্বর থেকে মিত্রবাহিনীর বিমানগুলো সাঁড়াশি আক্রমণ চালায় যশোহর সেনানিবাসে। পাকিস্তানি ব্রিগেডিয়ার হায়াত পুরো ব্রিগেড নিয়ে রাতের অন্ধকারে যশোহর সেনানিবাস থেকে ৬ ডিসেম্বর পালিয়ে যান খুলনার দিকে।
এদিন যশোর সেনানিবাসে ঢুকে পড়েন জেনারেল বারাতের নেতৃত্বাধীন মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর সদস্যরা।
ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে মুক্তিবাহিনী ভোরবেলা ফেনী শহরে প্রবেশকালে হাজার হাজার মানুষ জয়বাংলা ধ্বনি দিতে দিতে মুক্তিবাহিনীর সঙ্গে যুক্ত হয়। স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দেওয়া হয় ফেনীতে। একইভাবে যৌথবাহিনীর সঙ্গে জনতার ঢল মিশে যায় ঝিনাইদহ ,মেহেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও লালমনিরহাটে। স্বাধীন বাংলার পতাকা উড়তে থাকে মুক্তাঞ্চলে।
মন্তব্য করুন